Saturday, August 24, 2019

ক্ষণিকা


তোমার চুল জংগলে মুখ গুঁজে 
কীভাবে যে এতটা বড় হয়ে গেলাম; 
বিশ্বাস করো, 
নিজেকে এতখানি সুপুরুষ এর আগে কখনো ভাবিই নি।

তারপর ক্রমাগত - 
বড় হতে হতে - 
হঠাৎ চাইলাম ছোট হতে; ছোটলোক হতে! 
আবার কাঁদতে চাইলাম শিশুর মত; 
যেমন কেঁদেছিলাম জন্মের প্রথম দিন। 
প্রেমিকারা কি মায়ের মত হতে পারে? 
শিশুর কান্না থামাতে পারে?

শোনো ভালো মেয়ে- 
আসো ভালোবাসো; 
নদীর কাছে জলের গল্প করো
আর, 
রাত্রির কাছে সন্ধ্যার পবিত্রতা বলো।

সময় এলে থমকে যেও 
দমকা হাওয়া যেমন যায়; 
বিদায়ের মানপত্র পড়তে এসো না, 
চিরতরে চলে যেতে যদিওবা জানি; বিদায় জানাতে জানি না।

SHARE THIS

0 comments: