Tuesday, May 28, 2019

প্রেমিকারা চুল খুলে দিলে পৃথিবীতে নেমে আসে সন্ধ্যা



বৃষ্টির ঠিকানা চাইলে মানুষ আমায় তুলে দেয় মেঘের হাতে
অথচ বৃষ্টি বলতে বুঝি মেঘের পতন।


প্রেমিকারা চুল খুলে দিলে পৃথিবীতে নেমে আসে সন্ধ্যা
এসো আমাকে দাবী করো,
সন্ধ্যাকে তো আমি সমর্পণ কাল বলেই জানি।


SHARE THIS

0 comments: