Friday, May 24, 2019

অধঃপতন






কখনো দিনের শেষে যখন মনে হয় এসেছে উপযুক্ত সন্ধ্যা -
অসীমে তাকাতে ইচ্ছে হলে চোখ লেগে থাকে আকাশের নীলে;
সমগ্র নীল যেন শোষণ করে নেই নিজের অভ্যন্তরে
যেন নেভী ব্লু জামা গায়ে বহুদিন পরে কেউ এসেছে স্কুলে হাজিরা দিতে।

হঠাৎ তারা খসে যেতে দেখলে-
বুকে হাত চেপে, আঙুল দিয়ে কাটাকুটি করে;
নিপাতিত হওয়া তারার কাছে চাইতে ইচ্ছে করে একটা দুইটা অপূর্ণ চাওয়া;
ইচ্ছে করে কিছু ফরিয়াদ জানাই!
অথচ হায়! দেখ নিয়তি!
কার কাছে চাইব? কোন্ তারার কাছে? যে নিজেই সামলাতে পারে না নিজেকে!

আকাশ হতে অসীম বেগে যে তারাটি আছড়ে পড়ে মর্তের বুকে -
তা'কে দেখে নিজের কথাই ভাবতে বসি;
কী তফাত ও'র আর আমার?
পৃথিবীর বুকে একজনের কেবল হচ্ছে পতন –
আর আমি; নক্ষত্রের'ই সন্তান -
সেই কত আগে আমারও হয়েছে অধঃপতন।

তবুও এমন উপযুক্ত সন্ধ্যাবেলায়-
আরতি থাকে, ধূপের কড়া গন্ধ থাকে-
কাঁসার থালায় বেল পাতা’তে আত্মশুদ্ধির শঙ্কা থাকে।






SHARE THIS

0 comments: