Wednesday, February 26, 2020

আমি !

 
 
আমি:
সেইসব ভ্রম, যা তুমি দেখতে পাও আধো আলোতে

আমি:
সেই নুড়ি পাথর,
তুলবে তুলবে করেও কুড়াও নি যা'কে
চুলে ঠেলে উদম পিঠে হেঁটে গেছ বেসামাল বাতাসে।

আমি:
সেই বালুকাবেলা-
যেখানে ডুবেছে সূর্য-চাঁদ রোজ-
মৈথুন হয়েছে ফেনীল মোহনার!
কেবল ডুবে নি টিপে টিপে হাঁটা বুড়ো আঙুল।

আমি:
এতটাই ছোটলোক
নিজের মত ছোটলোক কক্ষনও দেখনি আগে।

26/2/2020

SHARE THIS

0 comments: