Thursday, February 27, 2020

কেমন হওয়া উচিত এনিমেশন/গ্রাফিক্স কাজ করার জন্য কম্পিউটার কনফিগারেশান!

লাটিন ভাষার শব্দ anima (আত্মা/soul), এর ক্রিয়াবাচক শব্দ হল Animate । Animate শব্দর অর্থ আত্মা দান করা, বা প্রাণ দিয়া। অর্থাৎ একটি জড় বস্তুতে প্রাণ প্রতিষ্ঠা করা। অ্যানিমেশনে জড়/স্থির চিত্রকে গতিশীল করে "প্রাণ দেয়া" হয় বলেই একে অ্যানিমেশন বলা হয়।
এনিমেশন মূলত অনেকগুলা ছবির সমষ্টি যেগুলা একের পর এক খুব তাড়াতাড়ি দেখানা হয় এবং এতে ছবিটি চলমান মনে হয়। একেকটি ছবিকে এখানে বলা হয় ফ্রেম এবং প্রতি ছবি দেখানাের সময়কে বলা হয় ডিসপ্লে টাইম। এখানে এনিমেশন তৈরি করার তিনটি পদ্ধতি রয়েছে। এনিমেশন ফ্রেম, এনিমেশন উইজার্ড এবং ব্যানার উইজার্ড।
এনিমেশন দুরকম:
• ১. ২ডি(ডাইমেশন)
• ২. ৩ডি(ডাইমেশন)

২ডি

এখানে ডি শব্দটার মানে হচ্ছে ডাইমেশন। তার মানে টুডি এনিমেশনের ডাইমেশন হচ্ছে দুটি - প্রস্থ (y এ্যাক্সিস) এবং উচ্চতা (x এ্যাক্সিস)। অর্থাৎ আপনি যখন টমএন্ডজেরীর মত কার্টুন দেখেন তখন আপনি ক্যারেকটার এর প্রস্থ,উচ্চতা এবং এক পার্শ দেখতে পান। এটিই মূলত টুডি। নিচের ছবিটি একটি টুডি এনিমেশন।

৩ডি

৩ডি কে টুডি থেকে আলাদা করে যে বিষয়টি তা হল এর গভীরতা(z এ্যাক্সিস)। অর্থাৎ ৩ডিতে আপনি বস্তুর প্রস্থ উচ্চতা ছাড়াও এর গভীরতা কতটুকু তা দেখতে পারেন। সহজে বুঝতে হলে হাতে একটা আম নিন (যেহেতু আমের সিজন 🙂 ) চোখের সামনে ধরুন কি দেখতে পাচ্ছেন? আমটি কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া তাইনা এবার আমটিকে হাতদিয়ে ঘুরান। কি আমটার চারপাশ আপনি দেখতে পাচ্ছেন? এটাই হল (z এ্যাক্সিস) এর দ্বারা বস্তুটির গভীরতা বোঝায়।
এর মানে হল বস্তু কে আপনি চারপাশে ঘুরিয়ে দেখতে পারলেই সেটা হয়ে যাবে ৩ডি।
বিভিন্ন দেশে আধঘণ্টার এনিমেশন ক্লিপের দাম ডলারে -
 যুক্তরাষ্ট্র ও কানাডা - ২,৫০,০০০ - ৪,০০,০০০
• কোরিয়া ও তাইওয়ান - ২,৫০,০০০ - ৪,০০,০০০
• ফিলিপাইন - ৯০,০০০ - ১,০০,০০০
• ভারত- ৬০,০০০
• বাংলাদেশ- ৪০,০০০-৪৫,০০০
এতক্ষণ তো গেল এনিমেশনের সূচনা ও ইতিকথা। এবার দেখাযাক মূল বিষয়, অর্থাৎ কেমন কম্পিউটার দরকার এনিমেশন তৈরির জন্য। এনিমেশন মূলত এমন একটি প্রক্রিয়া যেখানে ফ্রেম বাই ফ্রেম স্থিরচিত্র সংযুক্ত করে সেগুলোকে রেন্ডারিং করে জীবন্ত করা হয়। এই রেন্ডারিং এর জন্য প্রয়োজন ভালো ও উচ্চ গতি সম্পন্ন সিপিইউ এবং জিপিইউ। সিপিইউ অর্থাৎ প্রসেসর এবং জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স কার্ড।


Processor (CPU)


সাধারণত ২গিগা/সেকেন্ড গতি সম্পন্ন প্রসেসর দিয়ে শুরু করা যায় ভিডিও রেন্ডারিং এবং এনিমেশন মেকিং এর কাজ। ধীরে ধীরে কাজের আকার যত বড় হতে থাকে তত লোড জমা হতে থাকে সিপিইউতে। তখন আরও বেশী ক্ষমতা সম্পন্ন প্রসেসর দরকার হয়। এক্ষেত্রে Intel core i5 থেকে যাত্রা শুরু হতে পারে। AMD কিংবা অন্যান্য প্রসেসর দিয়েও করা যাবে এনিমেশনের কাজ। মনে রাখতে হবে সিপিইউ ভালো কয়েকদিনের ভিডিও রেন্ডারিং কয়েক ঘণ্টাতেই শেষ হতে পারে।

Graphics card (GPU)

থ্রিডি ডিজাইনের জন্য একটা ভালো ও উন্নত গ্রাফিক্স কার্ড অত্যাবশ্যক। সাধারণত ২ গিগাবাইট গ্রাফিক্স কার্ড দিয়ে শুরু করা যেতে পারে এনিমেশনের কাজ। NVDIA ডেডিকেটেড দুই গিগাবাইট গ্রাফিক্স কার্ড মোটামুটি যথেষ্ট এনিমেশন কাজ শুরু করার জন্য।


RAM

যার্ম বা RAM (Random Access Memory) গ্রাফিক্স ডিজাইন কিংবা থ্রিডি ডিজাইনের জন্য একটা ভালো ও বেশি RAM থাকা বেশ জরুরী। RAM এর সাইজ যত বেশি হবে তত বেশি পরিমাণ ক্যাশ ফাইল ধরে রাখতে পারবে আপনার ডিভাইসটি। সাধারণত ১৬ জিবি RAM হলে গ্রাফিক্স ডিজাইন এবং এনিমেশনের কাজ ভালো হয়। তবে ৮ জিবির কম একদম নয়।


Storage/Hard Drive (HDD or SSD)

একটি কম্পিউটার বুটিং হওয়া থেকে শুরু করে সফটওয়্যার রান হওয়া এবং ফাইল-পত্র জমা রাখা সবকিছুই করা হয় স্টোরেজ ডিভাইসে। দেখে গেছে একটি হার্ডডিক্স ডিভাইসের তুলনায় একটি সলিড স্টেড ডিভাইস(SSD) তুলনামূলকভাবে ৬০/৬৫ ভাগ বেশি গতিতে কাজ করতে পারে। তাই শুধু এনিমেশন বা গ্রাফিক্সের জন্য নয়, সাধারণ ডে টু ডে ব্যবহারের জন্যও অপারেটিং সিস্টেম রান করার জন্য SSD ব্যবহার করা উচিত। সেই সাথে বাড়তি স্টোরেজের জন্য হার্ডডিক্স তো সাথে থাকছেই!


এবারে চলুন খুব অল্পতে দেখে নেই একদম বেসিক এনিমেশনের কাজ করবার জন্য দরকার হবে কী কী সফটওয়্যারের এবং কী কী রিকোয়ারমেন্ট থাকে পিসি কনফিগারেশানের।
এক নজরে সফটওয়্যারের নাম:
  • Autodesk Maya 2017
  • Blender 2.7x
  • Adobe Animate CC 2017
  • Toon Boom Harmony 14
  • Dragonframe 4
এবারে আসুন দেখে নেই এসব সফটওয়্যারের জন্য রিকোয়ারমেন্ট থাকে পিসি কনফিগারেশানঃ

Autodesk Maya 2017

Software
Operating System
  • Microsoft Windows 7 (SP1), 10 Professional
  • Apple Mac OS X 10.10.5, and 10.11.x
  • Red Hat Enterprise Linux 6.5 & 7.2 WS
  • CentOS 6.5 & 7.2 Linux
Hardware
Processor (CPU)
64-bit Intel or AMD multi-core processor with SSE4.2 instruction set
Graphics (GPU)
A detailed list of recommended systems and graphics cards can be found here.
Memory (RAM)
8GB of RAM (16GB or more recommended)
For a full list of System Requirements for Autodesk Maya and it’s various versions, check out their jumbo list of them here.

Blender 2.7x

Software
Operating System
  • Microsoft Windows Vista and above
  • Apple Mac OS X 10.6 and above
  • Linux 6.5 and above
Hardware
Processor (CPU)
64-bit Intel or AMD quad-core processor
Graphics (GPU)
OpenGL 3.2 compatible graphics with 2GB RAM
Memory (RAM)
8GB of RAM (16GB or more recommended)
Adobe Animate CC 2017
Software
Operating System
  • Microsoft Windows 7 (64 bit), 8.1 (64 bit), 10 (64 bit)
  • Apple Mac OS X 10.10 (64 bit), 10.11 (64 bit), or 10.12 (64 bit)
Hardware
Processor (CPU)
64-bit quad-core processor – Intel Pentium 4 or Intel Centrino, Intel Xeon, or Intel Core Duo (or compatible)
Graphics (GPU)
OpenGL 3.2 compatible graphics with 2GB RAM
Memory (RAM)
2GB of RAM (8GB recommended)

Toon Boom Harmony 14

Software
Operating System
  • Microsoft Windows 7, 8.1, 10 (64-bit) Windows 10 recommended
  • Apple Mac OS X 10.10, 10.11
  • CentOS 6.6, 6.7, 6.8. Red Hat 6.6, 6.7, 6.8. Fedora Core 23 or newer. Other Linux distributions may work, but some manual configuration is required.
Hardware
Processor (CPU)
64-bit Intel Core i5 minimum, recommended i7 or Xeon
Graphics (GPU)
  • Intel 4000 minimum
  • NVIDIA Geforce GTX 780 medium performance
  • NVIDIA Geforce GTX 970 recommended
Memory (RAM)
8GB of RAM (16GB or more recommended)

Dragonframe 4

Software
Operating System
  • Microsoft Windows 7 7, 8.1, 10 (64-bit)
  • Apple Mac OS 10.8+
  • 64-bit Ubuntu 12+ or Fedora 20+ (Ubuntu recommended)
Hardware
Processor (CPU)
64-bit Intel or AMD multi-core processor 1.33 GHz CPU or faster
Graphics (GPU)
OpenGL 2.1 Capable Graphics Card
Memory (RAM)
4GB of RAM (8GB or more recommended) 


একদম শেষ পর্যায়ে এসে আমরা পরিচিত হব এনিমেশনের জন্য দরকারি আরেকটি বিশেষ টুলের সাথে। এই টুলটির নাম ওয়াকম গ্রাফিক্স ট্যাবলেট। শখের বশে কিংবা পেশাদারি আঁকাআঁকিতে গ্রাফিক্স ট্যাবলেট এখন সকলেরই পছন্দ। প্রযুক্তির অগ্রযাত্রায় রঙ, তুলি কিংবা আর্ট পেপার, পেন্সিলের জায়গায় ডিজাইনারদের হাতে জায়গা করে নিয়েছে এই গ্রাফিক্স ট্যাবলেট।বাংলাদেশি ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে ওয়াকম ব্র্যান্ডের নতুন গ্রাফিক্স ট্যাবলেট বাজারে এনেছে তথ্যপ্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কিংডম।



আগামী পর্বে থাকছে এনিমেশনের জন্য দরকারি গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যারের নাম, পরিচিতি এবং বিবরণ সহ বর্ণনা। ততক্ষণ ভালো থাকবেন।


SHARE THIS

1 comment:

  1. কেমন হওয়া উচিত এনিমেশন/গ্রাফিক্স কাজ করার জন্য কম্পিউটার কনফিগারেশান! - জাহিদ অনিক/Jahid Onik >>>>> Download Now

    >>>>> Download Full

    কেমন হওয়া উচিত এনিমেশন/গ্রাফিক্স কাজ করার জন্য কম্পিউটার কনফিগারেশান! - জাহিদ অনিক/Jahid Onik >>>>> Download LINK

    >>>>> Download Now

    কেমন হওয়া উচিত এনিমেশন/গ্রাফিক্স কাজ করার জন্য কম্পিউটার কনফিগারেশান! - জাহিদ অনিক/Jahid Onik >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete