Wednesday, March 11, 2020

কবি তাঁর কথা



কয়েকটা পৃথিবীর সে নক্ষত্র-
তাকে আবর্তন করে নামে সকাল সন্ধ্যা।
দুপুর হয়-
রোদ হয়ে সে পা রেখে যায় বুকের 'পর।
এবেলা-সেবেলায় কথা কয়- ফিসফিস
ঠোঁটে তার লেপ্টে থাকে অব্দ পুরান শব্দ,
সে কবি? কবিতার কথা?
নাকি কবি তাঁর কথা?


SHARE THIS

0 comments: