Wednesday, June 19, 2019

ভালোবাসা ব্যাপারটা কিন্তু তুমি সত্যিই বোঝ !



ভালোবাসা ব্যাপারটা তুমি বোঝ, আপনা আপনিই বোঝ। এমনটা নয় যে কেউ শিখিয়ে পড়িয়ে দিয়েছে তাই বুঝেছ।
যেটুকু ভালোবাসা তুমি বোঝো, তা আবার অন্যজন বোঝে না। এমনটা নয় যে তুমি ঠিক যেভাবে ভালোবাসা বুঝেছ, সেও ঠিক একইভাবে বুঝেছে। যারা বুঝে তারা অভিন্নভাবে বুঝবে না, এটাই হওয়ার কথা। অথচ দুজনকে বলা হচ্ছে একত্রে ভালোবাসা-বাসি করতে! এও কি হয় বলো?
প্রতি মুহূর্তে যে পরিমাণ অক্সিজেন নিয়ে নিচ্ছ নাক দিয়ে, তার হিসেব তোমাকে রাখতে হচ্ছে, যে পরিমাণ জল পান করছ তার হিসেব চুকাতে হচ্ছে। যে পথ হেঁটে যাচ্ছ পায়ের কাছে থেকে যাচ্ছে ঋণ।
তবুও--
সব ঋণ অগ্রাহ্য করে যদিওবা যাও ভালোবাসা নিয়ে, দেখতে পাবে এতদিনের খুচরো হিসেবে অভ্যস্ত তুমি ভুলে গেছ বে-হিসেবী ভালোবাসা দিতে। যতটা দিবে অতটা আবার পেতেও চাইবে। এসব ডেবিট ক্রেডিট মিলবার নয়। ভালোবাসা যে পয়সা উসুল নয় সেটা তুমি মনে রাখতে পারছ না।
কথা বলতে গিয়ে দেখতে পাবে একই কথার পুনরাবৃত্তি, বুঝতে চাইবে কথা শেষ হয়ে যাচ্ছে। অথচ এমন কিছু কথা থেকেই যাচ্ছে যা কখনো কাউকে বলা হয়নি, কখনো কাউকে বলতে নিজেও কখনো নিজেকে বলো নি। সেসব কথা বলতে হবে না? না বলেই চলে যাবে?
অথচ, ভালোবাসা ব্যাপারটা কিন্তু তুমি সত্যিই বোঝ ! 



SHARE THIS

0 comments: