Saturday, August 24, 2019

পথচারী পারাপার


রাত নিস্তেজ হলে ক্রমে ক্রমে কমে শব্দ
বাড়ে কিছু অস্ফুট অক্ষর;
নৈশব্দ নীরবতা মৌন দ্যোতনা
পোড়া মাটি বুকে কেটে দেয় স্বাক্ষর।

প্রভু-হীন কুকুরের চোখে জলের তীব্রতা
নিঃসঙ্গ নিঃশ্বাসে পায়পায়ে ছুটে যায় ব্যস্ততা;
ভীরু ইশারায় ছুঁতে চায় অজানা অদৃষ্ট ।।

কেউ তো হেঁটে যাক,
দৃঢ় বুটের বিন্যস্ত তালে-তালে পিষ্ট হোক লগবগে পাঁজর;
দ্রুতগামী আগন্তুক খুঁজে পাক নিরাপদ আশ্রয়।

SHARE THIS

0 comments: