Tuesday, December 17, 2019

দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়





খুব ভোরে মাদুর পেতে নতুন হারমোনিয়াম টেনে,
কপালে বুকে যীশুর স্পর্শ নিয়ে নীচু স্বরে স্বরগ্রাম চর্চা করার মতন,
এমন প্রেমে পড়ো না কেন?

স্কুল-ব্যাগ আর জলের বোতল হাতে গেটের বাইরে দাঁড়িয়ে থাকো না কেন?
বাবাদের মতন!
ভালোবাসা লেখ না কেন, অল্প শব্দে ডান থেকে বামে উর্দু গজলের মতন!

দুটো বাঁকা দাগ আঁকো না কেন?
জানো না? দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়! 

SHARE THIS

0 comments: