বাতাসের প'র ঠেসে ধ'রে বাতাস-
এই নাও দিলাম স্বাক্ষর!
শীত তোমার, রাত তোমার- শৈত্যপ্রবাহ তোমার-
অভিমানী ও চাঁদ; তোমার!
আমার রইলো পরে দিন-
সারাদিন-
পরিষ্কার দিব্যলোক!
এত ঋজুতা - এত আলোকরশ্মি,
পাপ কীভাবে করি?
রাত্রির কাছে সওদা করে বেঁচে দিয়েছি পৃথিবীর অর্ধেক,
বাকী অর্ধেক;
ঠোঁট ঠেসে ধ'রে ধরে কপালে তোমার এঁকেছি প্রগাঢ় কালচে টিপ!
(১৬/১২/২০১৯)
সারাদিন-
পরিষ্কার দিব্যলোক!
এত ঋজুতা - এত আলোকরশ্মি,
পাপ কীভাবে করি?
রাত্রির কাছে সওদা করে বেঁচে দিয়েছি পৃথিবীর অর্ধেক,
বাকী অর্ধেক;
ঠোঁট ঠেসে ধ'রে ধরে কপালে তোমার এঁকেছি প্রগাঢ় কালচে টিপ!
(১৬/১২/২০১৯)
0 comments: