Wednesday, January 15, 2020

বিদিত




সন্ধ্যে নামলে চোখ পোড়ায়-
চোখের মধ্যে আহ্নিক গতিতে আবর্তন করো তুমি।
গায়ের 'পর চাদর, চাদরের বুকে জমিন; 
জমিনে কথা গাছ।

সূর্যোদয়ের মতন প্রত্যেকদিন বোধেরও উদয় হয়
নরওয়ের মধ্যরাতের সূর্যোদয়ের মতন
রাত্রে গভীর রাত্রে;
বোধ উদয় হয়
এখন
এখানে
তুমুল রাত্রে

SHARE THIS

0 comments: