Saturday, July 13, 2019

আশঙ্কা




কুয়াশিত ভোরে দূরে দেখে স্বাতি
প্রতিভাস পায়ে এসে পরিয়ে দেয় নূপুর -
শিঞ্জনে শিঞ্জনে ডিব ডিবে বুকে কি যে বাড়ে অবাধ্য নাচন;
যত কাছে আসে চলে আলো
আমি ভয়ে দূরে, আরও আরও দূরে যাই সরে
তাই রোজ ভোরে
রোদ তাড়াতে আমার ভীষণ ভয়।


SHARE THIS

0 comments: