Saturday, July 13, 2019

মৃত্যুঞ্জয় তো ছিলাম না কখনোই



এইসব কবিতা লিখছি যখন,
তখন আমি হিতাহিতজ্ঞান শূন্য।
তাই,
কিছু অনুভূতি রেখে যাব খামে ভরে মরণোত্তর চিঠি করে।
কিছু কথা বিবৃতিতে নয়,
প্রশ্নবোধক চিহ্নে থাকুক।
আমাকে ভালোবেসে কী বোধ জন্মেছে তোমার?
যেমনটা আমি জানি-
ছা-পোষা বুকে কখনো ছিলাম না মিছিলের অগ্রভাগে,
ভালোবেসে বুঝতে পেরেছি - মৃত্যুঞ্জয় তো ছিলাম না কখনোই!

SHARE THIS

0 comments: