Sunday, August 18, 2019

ছয় অণু কাব্য




[১]

তোমার অনাস্থায় ঝরে পড়ে কুঁড়ি মুকুল
বহু-বর্ষী পায়ে ব্যথা;
মন খারাপ এবেলা ও'বেলায়
গাছেদের জন্য করো অনুভব? ভালোবাসা?


[২]
এত আলো- চোখে মুখ সব দগ্ধ হই-
তবু মনে হয়
বুকের 'পর
রোদ এসে রেখে গেছে তোমার পা

[৩]
মানুষের চোখ;
যেখানে জমা থাকে পুরাতন অসুখ
যেখানে উৎপত্তি সমুদ্রের;
চৌকশ মাছরাঙা অথবা তীক্ষ্ণ বাজ পাখি
এখানে মেনেছে হার,
যেখানে নোঙ্গর ফেলে এথেন্সগামী বাণিজ্য জাহাজ।
(বীক্ষণ কোণ)


[৪]
ইচ্ছে হয়
পৃথিবীর সকল চুলের কাটা, রাবার ব্যান্ড, প্রজাপতি বেণী
সব ভেঙ্গে ফেলি পুড়িয়ে ফেলি--
কেন বেঁধে রাখো চুল!


[৫]
ঠিক সন্ধ্যা আরাধনার মত-
যেভাবে
প্রার্থনায় দাঁড়ালে স্রষ্টা'র নৈকট্যে ভুলতে বসি সমস্ত আয়াত, মন্ত্র!
এইরকমভাবে প্রিয়-
তোমার সান্নিধ্য পেলে,
ভুলে যেতে থাকি ক্রমাগত নিজেকে
ভুলে যেতে থাকি সমস্ত তত্ত্ব!

[৬]
এভাবে বৃষ্টি হলে মানুষ খুব জলের মতন হয়ে যায়,
মনের হাত পা বেঁধে
জলের মতন
হামাগুড়ি দিয়ে দিয়ে
'একটা' মানুষ এগিয়ে যায় 'দুইটা' মানুষের কাছাকাছি

SHARE THIS

0 comments: