Wednesday, August 21, 2019

প্রথম বন্ধনী




প্রতিদিন ভাবি
অক্লেশে আরও একবার তার প্রেমে পড়া যায় -
যার চোখে নীলমণি;
যার ঠোঁটে অস্ফুট শব্দেরা করে আত্মগোপন।
সেই হাসিতে
আরও একবার খুব করে খুন হওয়া যায়,
দু’হাত প্রসারিত করে পাখির মত
নিজেকে ফেলে দেয়া যায় পর্বত গিরিখাদে।

দিন শেষে যখন ভর করে বিষাদ;
মন চায় ছুঁয়ে দেই----
ছুঁয়ে দেই তাকে কবিতা ও শব্দের বাহানায়;
ছুঁয়ে দেই শরীর তার
যেখানে ইচ্ছে-   ইচ্ছেমত যতক্ষণ খুশি,
ছুঁয়ে দেই তাকে;
যা'কে ছুঁলে কবিতারা হয়ে ওঠে শাশ্বত।


শীতে গরম স্নানে-
ইচ্ছে করে
তাকে মাখি ফেনা-ওঠা সুগন্ধি সাবানের মত;
ইচ্ছে করে শুদ্ধ হই- তাকে ছুঁয়ে ঋদ্ধ হই।
ইচ্ছে করে ইচ্ছেগুলো অবাধ্য হোক
ইচ্ছে করে তাকে নিয়ে বোতাম-খোলা কাব্য লিখি।
একটা জীবন থাক না পড়ে এমন প্রেমের পিছুটানে,
ইচ্ছে করে এমনভাবে
আরও পড়ি প্রথম প্রেমে।



SHARE THIS

0 comments: