অভিমানে হলেও- যখন বলো ভালোবাসো না;
মনে হয় একটা নবজাতক;
মা'র স্তন-গ্রন্থিতে মুখ লাগিয়ে চুষে দুগ্ধ পাচ্ছে না।
জন্মের পর পর যেমন বলে সবাই;
বাচ্চাটা পেয়েছে ঠিক বাবা’র চোখটা
নাকটা পেয়েছে ঠিক মায়ের থেকে-
এরকম প্রবল প্রেমে পড়ে- আমাদের নিত্য-জন্মে
নবজাত প্রেমে,
আমরা পেয়েছি কে কার কোনটা?
দুপুরের মতই চোখ তুলে তাকাও বলেই -
বিশ্বাস বুকে নিয়ে ঘুরি-ফিরি বাতাসের মতন,
দাবানল ছড়িয়ে দিচ্ছি- গোলাপ থেকে গোলাপে।
0 comments: