Saturday, August 24, 2019

পঙ্গুত্ব




ভালোবাসার গাঢ় মুহূর্তে 
প্রেমিক হৃদয়ে হঠাত জেগে ওঠা উষ্ণ পিতৃত্বের মত; 
মা, 
আমার জন্মের সময়  
এত অপরিণত মাতৃত্ব তোমার কোথা থেকে এসেছিল?

দ্যাখো দ্যাখো তাকিয়ে - 
তোমার পরিণত সন্তানদের মত যুবক আমি নই; 
আমি যেন কিছুটা এখনো কাঁচা মাটির মত 
রোদের তাপ আমাকে ছোঁয় না- 
আমার যেন পোড়া মাটি হয়ে যেতে নেই।

এভাবে  বেলেমাটি জীবনে- বেঁচে থাকার এত দায় কেন?
আমার পূর্ব পুরুষের যত অক্ষমতা- 
যত তাদের অতৃপ্ত আকাঙ্ক্ষা; 
সবাই যেন এক এক করে অভিশাপ দিয়ে গেছেন শুধুমাত্র আমাকে।

বংশগতির ধারায় আমি পেয়েছি -
অপরিণামদর্শী পিতা-
অপরিপক্ব মা- 
অতৃপ্ত পিতামহ 
অভিশপ্ত প্র-পিতামহ।


SHARE THIS

0 comments: