অন্তর্বর্তী অপেক্ষা জাহিদ অনিক March 08, 2020 0 Comment কবিতা ধীরে ধীরে মুখস্থ করে নেই যাবতীয় তোমার অভ্যাস- তিন পা হেঁটে গেছো ডানে, বলতে পারি এবার যাবে উত্তরে- সকাল দেখে বলতে পারি সন্ধ্যা; তবুও বুঝতে পারি না, বলতে পারি না- এখন এই মুহূর্তে, নাকি ভালোবাসবে আরও আরও পরে (৮/৩/২০) SHARE THIS
0 comments: