খাপ খোলা সিরিঞ্জ সূঁচে তীক্ষ্ণ চিমটি কাটার মতন,
একটা ঠাণ্ডা হাওয়া দরজার নিচ দিয়ে খবরের কাগজের মতন ঘরে ঢুকে
এইমাত্র ছুঁয়ে গেল পুরুষালি বুক।
খবর পেলাম:
অনেক দূরে - ঘুমোচ্ছো তুমি
বেশ স্বস্তি-শান্তির নিবিষ্ট নিবিদ ঘুম;
পবিত্র তোমার প্রশ্বাসে পৃথিবী ফিরে পাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।
-----------------------------
০৪ ঠা এপ্রিল, ২০২০
একটা ঠাণ্ডা হাওয়া দরজার নিচ দিয়ে খবরের কাগজের মতন ঘরে ঢুকে
এইমাত্র ছুঁয়ে গেল পুরুষালি বুক।
খবর পেলাম:
অনেক দূরে - ঘুমোচ্ছো তুমি
বেশ স্বস্তি-শান্তির নিবিষ্ট নিবিদ ঘুম;
পবিত্র তোমার প্রশ্বাসে পৃথিবী ফিরে পাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।
-----------------------------
০৪ ঠা এপ্রিল, ২০২০
0 comments: