Tuesday, April 7, 2020

প্রশ্বাসে তোমার পৃথিবীর শুদ্ধি

খাপ খোলা সিরিঞ্জ সূঁচে তীক্ষ্ণ চিমটি কাটার মতন,
একটা ঠাণ্ডা হাওয়া দরজার নিচ দিয়ে খবরের কাগজের মতন ঘরে ঢুকে
এইমাত্র ছুঁয়ে গেল পুরুষালি বুক।

খবর পেলাম:
অনেক দূরে - ঘুমোচ্ছো তুমি
বেশ স্বস্তি-শান্তির নিবিষ্ট নিবিদ ঘুম;
পবিত্র তোমার প্রশ্বাসে পৃথিবী ফিরে পাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।

-----------------------------
০৪ ঠা এপ্রিল, ২০২০


SHARE THIS

0 comments: