Friday, April 10, 2020

The Order of Time বুক রিভিউ

একদম নতুন, কসমোলজি নিয়ে এক্ষুনি একটা বই পড়ে ফেলতে চাইলে বলব, এই বইটা ভালো। যারা একটু বেসিক থেকে বেশি বুঝতে চান টাইম ডাইমেনশান, গ্রাভিটি ইত্যাদি তাদের জন্য বইটি ভালো।

যারা অলরেডি এসব ইন্টারমেডিয়েট ফেজগুলো বায়ে হাত কি খেল ভাবেন, তারা হতাশ হবেন। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ভারী ভারী কোনো লেকচার নাই। এমনভাবে লিখা যেন, আপনি টাইম এর ট-ও জানেন না, ফিজিক্স এর ফ-ও বোঝেন না। ভদ্রলোক হাতে ধরে ধরে শিখাতে চেয়েছেন। মলিকিউলস থেকে ক্রাঞ্চিং অফ ইউনিভার্স পর্যন্ত। বুঝাতে চেয়েছেন তাপগতিবিদ্যা, এন্ট্রপি, টাইম রিলেশান, অর্ডার, ডিসঅর্ডার, কোয়ান্টাম গ্রাভিটি, ইত্যাদি। বইটিতে জায়গায় জায়গায় ফুটনোট দেয়া আছে, যা বইটি বুঝে বুঝে পড়তে এবং একইসাথে বিরক্তির কারণও হতে পারে। বইয়ে মোট ১৫ টি চ্যাপ্টার আছে।

বইটি লিখেছেন ইতালিয়ান থিউরেটিক্যাল পদার্থবিদ, লুপ কোয়ান্টাম গ্রাভিটির প্রতিষ্ঠাতা Carlo Rovelli। বইটির ইতালিয়ান নাম: L'ordine del tempo, যার ইংরেজী অনুদিত নাম The Order of Time।

নিজে পড়ার চাইতে কেউ একজন যদি বই পড়ে পড়ে শুনাতো!, এমনটি যারা পছন্দ করেন তাদের জন্য হট বৃটিশ ইংরেজী উচ্চারণে, Benedict Cumberbatch এর কণ্ঠে, ২২৪ পৃষ্ঠার এই বইটির চার ঘন্টা উনিশ মিনিটের প্রিমিয়াম কোয়ালিটি অডিও ভার্শন পাওয়া যাবে Audible ওয়েবসাইটে। (টরেন্টেও এভেইলেবেল)।




SHARE THIS

0 comments: