Monday, October 21, 2019

ব্যবচ্ছেদ




জলের উচ্ছ্বাস দেখে নাম দিয়েছি জলোচ্ছ্বাস
পাহাড়ের চূড়া দেখে ভেবেছি ওটা ঈশ্বরের বুকের বৃন্ত
নিজের মত এমন ইতর অসভ্য ছোটলোক; কক্ষনও আগে দেখিনি, 
সমুদ্রের ফেনা দেখে মনে মনে খুব ভেবেছি ফ্যালোপিয়ান টিউবের কথা-
ইচ্ছে করেছে আবার শুয়ে থাকি ওখানে, নরমে: রেশম উষ্ণতায়।

স্বাদেশিক বৈষম্য, স্বায়ত্তশাসন আর কিছু পাকাপোক্ত অসুখ -
নানাবিধ সভ্যতার তুমুল আগ্রাসনে ভুলে গেছি অসভ্যতা করতে।
নিজেকে হরহামেশাই মাকড়শার মতন লাগে -  
মনে হয় অষ্টপ্রহর আটদিকে সুতায় বেঁধে আমাকে নিয়ে চলছে টানাহ্যাঁচড়া;
কিসে যেন বুকের মধ্যে তুমুল হাতুড়ি-পেটা
তবুও -
তবুও -
নারীর অবহেলা তবু সহ্য হয়, রাষ্ট্রের নয়।

সুন্দর`কে আমি সুন্দর বলতে পারি না-
অতীত`কে অতীত বলতে পারি না-
ভালোবাসা`কে আমি আদর করে ভালোবাসা বলতে পারি না;
নিজেকে বোঝাতে পারি না- 'আমি ফুরিয়েছি বর্তমানে'


SHARE THIS

0 comments: