শাওমি ফোনে আজকাল ছেয়ে গেছে মার্কেট।
বলা হয়ে থাকে শাওমি হচ্ছে গরীবের আইফোন! কথাটা যে একদম মিথ্যে তাও না। প্রায় কাছাকাছি
ডিজাইন আর ফিচার নিয়ে শাওমি বেশ পাল্লা দিয়েই রেসের ঘোড়া চালাচ্ছে প্রযুক্তি বাজারে।
যেকোনো ভিড়ের মধ্যে শাওমি ফোনের রিংটোন বেজে উঠলে পকেটে হাত না দিয়ে বোঝা দায় হয়ে যায়
কার ফোনে কল এসেছে আর কার ফোনে আসেনি।
যাইহোক, স্মার্ট-ফোন দুনিয়ার এই জায়ান্ট কোম্পানি
শাওমি তারা প্রায় কিছুদিন পরেই নতুন নতুন সফটওয়ার আপডেট নিয়ে হাজির হয় তাদের ব্যবহারকারীদের
জন্য।
জানুয়ারির মাঝামাঝি থেকেই গুঞ্জন চলছিল যে শাওমি
তাদের এনড্রয়েড চালিত ডিভাইসে নতুন ফার্মওয়্যার আপডেট ভার্শন: ১২ রিলিজ করতে যাচ্ছে।
বর্তমানে বাজারে থাকা প্রায় সব শাওমি ডিভাইসেই
চলছে MIUI ভার্শন ১১। তবে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারিও শেষ হয়ে গেল, মিলল না শাওমির
MIUI ভার্শন ১২!
শাওমি থেকে অফিশিয়ালি জানানো হয়েছে যত দ্রুত সম্ভব
হয়ত মে মাসে মাঝামাঝি রিলিজ হতে যাচ্ছে MIUI 12 ভার্শন। ভাগ্য ভালো হলে আর যদি চীনে
করোনা ভাইরাস কমে যায় তাহলে আরও আগেই আসতে পারে নতুন আপডেট। তবে আপডেট নিয়ে কেউ ভয়
পাবেন না, ফার্মোয়ার আপডেটের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না। (জোকস এপার্ট)
বেশি কথা না বলে চলুন এক নিজরে দেখে নেয়া যাক কী
কী থাকছে MIUI ১২ ভার্শনে:
১) সিস্টেম ওয়াইড ডার্ক মোড: এর ফলে ডিভাইসের সবগুলো
এ্যাপেই পাওয়া যাবে বাই ডিফল্ট ডার্ক থিম। ডার্ক মুড আজকাল সবাই কেন যেন পছন্দ করে
বেশি বেশি, কেন করে তাহা বোধগম্য নহে। যদিও ব্যক্তিগতভাবে আমার ডার্ক মোড ব্যাপারটা
দেখতে একটু কষ্ট হয়। (চশমা লাগে আর চক্ষু বড় বড় করে দেখা লাগে আর কি)।
২) নতুন GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস: শাওমি
ফোন এত জনপ্রিয় হওয়ার মূল কাহিনী যারা জানেন তারা জানবেন নিশ্চয়ই শাওমি তখনও হ্যান্ড-সেট
আকারে আত্মপ্রকাশ করেনি তারও আগে থেকে তারা কাস্টমাইজড রম বানিয়া দারুণ দারুণ সব ফিচার
যুক্ত করে ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তাই এবারে নতুন আপডেটে নিশ্চয়ই ব্যবহারকারীরা
পেতে যাচ্ছেন দারুণ চমকপ্রদ ও নান্দনিক ইউজার ইন্টারফেস!
শাওমির গ্রাফিক্যাল ইন্টারফেসের কথা বলতে গেলে
মনে আসে ২০১৪ সালের কথা, আমার একখানা ওয়ালটন ফোন ছিল। সেটাতে শাওমির নতুন কাস্টম রম
আপডেট করতে গিয়ে কী ভোগান্তিটাই না পোহাতে হয়েছিল!
৩) ১৬:৯ ডিসপ্লে রেশিও; যার ফলে গেইম খেলা কিংবা
ভিডিও দেখা হবে আরও ওয়াইড আরও আনন্দময়। এছাড়া ছবি তুলেও বেশি পাওয়া বেশি বেশি মজা!
কালার ইন্টারফেস এবং একুরেসিও বাড়বে বলেই আশা রাখি।
৪) মাল্টিপল ক্লোন এ্যাপস: যারা একাধিক ফেসবুক,
জিমেইল কিংবা হোয়াটসএ্যাপ ব্যবহার করেন তাদের কথা মাথায় রেখেই শাওমির নতুন আপডেট ভার্শন
১২তে থাকছে মাল্টিপল ক্লোন এ্যাপ ব্যবহারের সুবিধা।
এতে করে বারবার এক একাউন্ট থেকে অন্য লগ আউট করে
অন্য একাউন্টে যেতে হতে হবে না। প্যারা কমে যাবে অনেকটাই।
এসব তো গেল নতুন ভার্সনের ফিচারের কথাবার্তা। এতক্ষণে
নিশ্চয়ই আপনার মন জানতে চাইছে আপনার ফোনের জন্য আসবে কিনা এই আপডেট। আর দেরী হয়, নিজেই
দেখে নিন কোন কোন ডিভাইসে পাওয়া যাবে এই নতুন MIUI ১২ আপডেট! শাওমি জানিয়েছে প্রায়
চল্লিশটির মত ডিভাইসে প্রাথমিকভাবে পাওয়া যাবে এই নতুন আপডেট। আসুন দেখে নেই আপনি আছেন
কিনা চল্লিশার মধ্যে!
নতুন যেসব ডিভাইসে আসবে MIUI ১২ আপডেট:
Xiaomi Digital series
Xiaomi MI 10 Pro
Xiaomi MI 10
Xiaomi MI 9
Xiaomi MI 9 SE
Xiaomi MI 9 Pro
Xiaomi MI 9 Lite
Xiaomi MI 8 Pro
Xiaomi MI 8
Xiaomi MI 8 Lite
Xiaomi CC series
Xiaomi CC9 Pro/ Mi Note 10
Xiaomi CC9
Xiaomi CC9E/ Mi A3
Xiaomi MIX / Max series
Mi Mix Alpha
Mi Mix 3
Mi Mix 2s
Mi Mix 2
Mi Max 2
POCO Series
POCO F1
POCO X2
Redmi Phones
Redmi K30
Redmi K20 Pro/ Mi 9T Pro
Redmi K20 / Mi 9T
Redmi Note 8 Pro
Redmi Note 8
Redmi 8T
Redmi Note 7 Pro
Redmi Note 7
Redmi Note 7S
Redmi 8
Redmi 8A
Redmi 7
Redmi 7A
Redmi Y1/ Redmi Note 5A/ Redmi Note 5A Prime
Redmi Y1 Lite
Redmi Y2/S2
Redmi Y3
Redmi Note 6 Pro/ Mi A2 Lite
Redmi Note 6
Redmi 6
Redmi Note 5 Pro
Redmi Note 5/ Redmi Note 5 Plus
Redmi 5/ 5A
Redmi Note 4/ 4X
যারা যারা লিস্টে নিজের ডিভাইসের নাম দেখতে পেয়েছেন
তারা তো বিন্দাস থাকবেন বোঝাই যাচ্ছে, তবে যেসকল ডিভাইসের নাম লিস্টে নেই, তাদেরও টেনশান
করার কিচ্ছু নেই। নিজেই বানিয়ে নিতে পারবেন নিজের জন্য কাস্টম রম। কীভাবে কাস্টম রম
বানিয়ে নিতে হয় সেটা নিয়ে হাজির হব অন্য কোনও এক ব্লগ পোষ্টে!
ততক্ষণ পর্যন্ত ভিজিট করতে থাকুন https://jahidonik.blogspot.com/
0 comments: